ফর্সা হওয়ার সহজ উপায় || ঘরে বসেই বানিয়ে নিন ত্বক ফর্সা করার কিছু প্রয়োজনীয় ফেসপ্যাক || হয়ে উঠুন বিউটি এক্সপার্ট || ফর্সা হওয়ার মোবাইল অ্যাপ
আমরা অনেকেই ত্বক ফর্সা বা উজ্জ্বল করার জন্য হেন কিছু নেই যে করিনা। বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছি সমস্ত কাজের জন্য। আখেরে খুব বেশি লাভ তো হচ্ছেনা। হচ্ছে কি? তাহলে, উপায় কি?
আমরা এখানে ত্বক ফর্সা করার কিছু প্রাকৃতিক বা ঘরোয়া উপায় বাতলে দিব যার মাধ্যমে আপনি নিজেই তৈরি করতে পারবেন ত্বক ফর্সা করার ফেসিয়াল ও ক্রিম। তো চলুন দেখে আসি।
![]() |
বেসন প্যাক |
বেসন প্যাক
উপকরণঃ
১. ২ চা চামচ বেসন
২. এক চিমটি হলুদ গুঁড়ো এবং
৩. দুধ
সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তৈলাক্ত ত্বকে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট মুখ ও ঘাড়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে স্ক্রাবিং করে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক ফর্সা করে তোলবে।
অনেকেই ফর্সা হওয়ার ক্রিম এর নাম জানতে চান। আমি বলব ঘরোয়া উপায়েই রুপচর্চার মাধ্যমে যখন ফর্সা হতে পারছেন তখন খামোখা ক্রিম কিনে কি করবেন। রুপচর্চা বিষয়ক আরও টিপস পেতে চাইলে আপনি নিচের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
![]() |
গাজর প্যাক |
গাজর প্যাক
উপকরণঃ
১. ১ বা ২টি গাজর
২. ১/২ টেবিল চামচ মধু
প্রথমে গাজরের পেস্ট তৈরি করুন। ১/২ টেবিল চামচ মধু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সম্ভব হলেগাজর এবং মধু এক সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ভালকরে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। গাজরে আছে বিটা ক্যারটিন, ভিটামিন সি, কে এবং এ যা ত্বকে পুষ্টি যোগিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।
এটি ফর্সা হওয়ার খুব সুন্দর একটি ফেসিয়াল। এরকম ফর্সা হওয়ার বডি লোশন যদি আরও বানাতে চান তবে চাইলে উপরের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
![]() |
মধু ও দুধ |
মধু ও গুড়ো দুধের প্যাক
উপকরণঃ
১. ১ টেবিল চামচ গুঁড়ো দুধ
২. ১ টেবিল চামচ মধু
৩. ১ টেবিল চামচ লেবুর রস
৪. ১/২ চা চামচ বাদাম তেল
সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য বাদাম তেলের পরিবর্তে মুলতানি মাটি যোগ করে নিতে পারেন।
অনেকেই ফর্সা হওয়ার প্রাকৃতিক উপায় খোঁজেন। আমি বলব আপনি এটি ট্রাই করে দেখুন।
![]() |
লেবু ও শসা |
লেবু ও শসার রস
উপকরণঃ
১. ১ টেবিল চামচ শসার রস
২. ১ চা চামচ লেবুর রস এবং
৩. ১ চা চামচ হলুদ গুঁড়ো
সব উপকরণ মিশিয়ে নিন। মুখ ও ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের অধিকারীরা ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিতেপারেন। এই প্যাকটি প্রতিদিনও ব্যবহার করতে পারেন।এই প্যাকগুলো ত্বকের রোদে পোড়া দাগ, কালচে দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।
![]() |
মধু ও টকদই |
বেসন প্যাক
উপকরণঃ
১. ১ টেবিল চামচ টক দই
২. ১ চা চামচ মধু মিশিয়ে নিন
সব উপকরণ মিশিয়ে নিন।
এবার এটি মুখ ও ঘাড়ে ভাল করেলাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তবে এতে ২ চা চামচ মধু দিতে পারেন। আর যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হন তবে কয়েক ফোঁটা লেবু যগ করে দিবেন।
এবার এটি মুখ ও ঘাড়ে ভাল করেলাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তবে এতে ২ চা চামচ মধু দিতে পারেন। আর যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হন তবে কয়েক ফোঁটা লেবু যগ করে দিবেন।
অনেকেই এক দিনে বা দ্রুত ফর্সা হওয়ার প্রাকৃতিক উপায় খুঁজতে গিয়ে বিভ্রান্ত হন। এটা কোন ম্যাজিক না যে একদিনেই আপনার ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে। আপনারা যদি এরকম আরও ত্বক উজ্জ্বল করার টিপস ও ঘরোয়া উপায় জানতে চান তবে এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন। এখানে আরও অনেক রুপচর্চার টিপস দেয়া আছে।
অ্যাপের নামঃ ফর্সা হওয়ার সহজ উপায়
https://play.google.com/store/apps/details?id=com.appdokanbd.forsha_howar_upay
অ্যাপের নামঃ ফর্সা হওয়ার সহজ উপায়
https://play.google.com/store/apps/details?id=com.appdokanbd.forsha_howar_upay
Comments
Post a Comment